অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেন কর বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করলেন


ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন, বুধবার আমেরিকান শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে যে সব সংস্থা বিদেশে চাকুরী নিয়ে যাবে, তাদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনার কথা ব্যক্ত করেনI প্রেসিডেন্ট ট্রাম্পকে ৩রা নভেম্বর নির্বাচনে চ্যালেঞ্জ জানিয়ে, তিনি মিশিগানের ওয়ারেন শিল্প এলাকায় তাঁর কর্মসূচির ব্যাখ্যা করছিলেন I

২০১৬ সালে ঐতিহ্যগত ডেমোক্র্যাটিক শ্রমিক শ্রেণীর ভোটাররা, অপ্রত্যাশিতভাবে ট্রাম্পকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেনI জো বাইডেন সেসব ভোটারদের আস্থা ফিতে পেতে প্রয়াস চালাচ্ছেনI সমীক্ষা অনুযায়ী জো বাইডেন মিশিগানে প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে কিছুটা এগিয়ে রয়েছেনI

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার এই এলাকা সফর করবেনI এই নির্বাচনে জয়লাভে মিশিগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারণী একটি রাজ্যI

XS
SM
MD
LG