ছোট নৌযানে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে ৮০০ অভিবাসিকে উদ্ধার করা হয়েছ ইটালির সিসিলি পালেরমোতে।
উদ্ধারকৃত অভিবাইসর অধিকাংশই সুদান এরিত্রিয়া ও সিরিয়ার। এভাবে সাগর পাড়ি দেয়ার সময় বৃহস্পতিবার ৪০ আফ্রিকান অভিবাসি লিবিয়া উপকুলের কাছে নৌকাডুবে মারা যান।
মৃতদের সবাই আফ্রিকার দক্ষিনাঞ্চলীয় দেশ, সেনেগাল মালি ওই বেনিনের নাগরিক।