অ্যাকসেসিবিলিটি লিংক

দু'দিনের ভারত সফরে মাইক পম্পেও ও মার্ক এসপার


যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার দু'দিনের ভারত সফরে এই সপ্তাহের শেষে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন। "২ এর সঙ্গে ২" কথোপকথন পর্যায়ের এই বৈঠকে তাঁরা দু'জন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় বসবেন। ২৬ ও ২৭শে অক্টোবর বৈঠকের পর তাঁরা শ্রীলঙ্কায় যাবেন। এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে দুই দেশেই এখন ব্যস্ততা তুঙ্গে। তবে এমন একটা সময়ে, যখন ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, যাতে সে দেশে সরকারের অদল বদল হলেও হতে পারে, সেই সময় এই গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে দু'দেশেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল গতকাল ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, এই সফর অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু অনিবার্য কারণে কিছুটা পিছিয়ে এ রকম সময়ে হচ্ছে। এদিকে দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, কূটনীতি একটা নিয়ম মেনে চলে। আপনারা লক্ষ্য করে থাকবেন এর আগের "২ এর সঙ্গে ২" বৈঠকদুটিও হয়েছিল বছরের শেষ দিকে।‌ ২০১৮ সালে প্রথম বৈঠক হয়েছিল সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে, আর ২০১৯ সালের ডিসেম্বর মাসে হয়েছিল ওয়াশিংটন ডিসিতে। এবারে আবার তৃতীয় দফা বৈঠক নিয়মমাফিক দিল্লিতে হওয়ার কথা, সে রকমই হচ্ছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন চীনের সম্প্রসারণবাদ ঠেকাতে ভারতকে পাশে চাইছে। পম্পেও-এসপারের সফরে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা ও কিছু সামরিক কৌশলগত গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার কথা আছে। এখন পর্যন্ত পাওয়া সফর সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাঁদের প্রতিনিধি দলকে নিয়ে ২৫শে অক্টোবর রাতে দিল্লিতে এসে পৌঁছোবেন। ২৬শে অক্টোবর সোমবার তাঁরা প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলবেন। তার পর "২ এর সঙ্গে ২" বৈঠক হবে ২৭শে অক্টোবর। তাতে মাইক পম্পেও, মার্ক এসপার, এস জয়শঙ্কর ও রাজনাথ সিং ছাড়াও দুই পক্ষের উচ্চপদস্থ আমলারা যোগ দেবেন। এই আলোচনাকে ভারত ও যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

please wait

No media source currently available

0:00 0:02:15 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG