অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রো-এ্যামেরিকানদের নেশান অফ ইসলামের মিলিয়াম ম্যান মার্চের বিংশতিতম স্মরণ দিবস আজ


আজ থেকে বিশ বছর আগে ১৯ শ’ পঁচা নব্বুই সালের ১৬ অক্টোবর রাজধানী ওয়াশিংটন ডি সির কংগ্রেস ভবন ক্যাপিটল হিল আর ওয়াশিংটন মন্যুমেন্ট মধ্যবর্তী সবুজ প্রাঙ্গন যা কিনা ওয়াশিংটন মল নামে পরিচিত সেখানেই অনেকটা চ্যালেঞ্জ দিয়েই অনুষ্ঠিত হয়েছিলো যুক্তরাষ্ট্রের মুসলিম আফ্রো-এ্যামেরিকানদের সংগঠন নেশান অফ ইসলামের মহা সমাবেশ মিলিয়াম ম্যান মার্চ। চ্যালেঞ্জ মোতাবেক দশ লক্ষ মানুষের সমাগম সেদিন হয়েছিলো কিনা নিশ্চিতভাবে জানা না গেলেও ন্যাশনাল পার্ক সার্ভিসসহ বিভিন্ন সূত্রের উদ্ধৃতি মোতাবেক জানা যায় প্রায় আট লক্ষাধিক নারী পুরুষের সমাগম হয়েছিলো সেই মিলিয়ান ম্যান মার্চ সমাবেশে ন্যাশান অফ ইসলামের প্রধান প্রাণ পুরুষ লুই ফ্যারাফ খানের সেদিনের জ্বালাময়ি বক্তৃতা শোনার জন্যে।আজ শনিবার ১০ অক্টোবর সেই তারই বিংশতি তম বর্ষপুর্তি উপলক্ষে সেই কাক ভোর থেকে জমায়েত হচ্ছেন বিপুল সংখ্যক আফ্রো-এ্যামেরিকান নারী পুরুষ- অনেকটাই জাতি ধর্ম নির্বিশেষে। কেননা এবার এ সংগঠনের মূল সূর আফ্রো-এ্যামেরিকানদের অভিন্ন কিছু দাবী-কিছু চাওয়ার ভিত্তিতে- মূল সূরের উল্লেখে যা বলা হ’চ্ছে, সেই থিম হলো জাস্টিস অর এলস- ন্যায় বিচার চাই অবশ্যই-

একতাবদ্ধ এসব দাবি জমে উঠেছে বেশ কিছু ঘটনার প্রেক্ষাপটকে ঘিরে। পোটোম্যাক নদীর এই গত বিশ বছরের স্রোতধারার সঙ্গে যেসব ঘটনা সংবাদ মাধ্যমে ফ্লরিডায় দু’ হাজার বারো সালের সপ্তদশ বর্ষীয় কৃষ্নাঙ্গ কিশোর ট্রেভন মার্টীনের নিহত হওয়ার চিত্র-মিযরীর ফার্গুসানে ২ হাজার ১৪ সালে অস্টাদশ বর্ষীয় আফ্রো-এ্যামেরিকান যুবা পুরুষ মাইকেল ব্রাউনের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর খবরসহ অন্যান্য আরো কয়েকটি প্রাণ বিদারক –অনভিপ্রেত ঘটনার চিত্রধারা প্রস্ফুটিত হয়েছে একত্রে জোটবদ্ধ হয়ে।

গত বছর খানেক সময়ের আবর্তে ঘটেছে অনেক কিছুই- অনেক কিছুরই এখন বিহিত হওয়া প্রয়োজন বলে মনে করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চার্লস অগলেট্রি- ১৯ শ’ পঁচানব্বুইয়ের সেই মিলিয়ন ম্যান মার্চ তিনি দেখেছিলেন- শুনেছিলেন লুই ফারাহ খানের বক্তৃতা সেদিনকার।আজ আবার – অপরাহ্নে ভাষন দেবেন লুই ফারাহ খান- আজকের সমাবেশকে উদ্দেশ করে। এই কিছুক্ষন আগেই আমরা ঘুরে এসেছি মল থেকে- দেখেছি হাজার হাজার মানুষের উপস্থিতি- জাতি ধর্ম নির্বিশেষ- আফ্রো এ্যামেরিকান নারী পুরুষের জমায়েত-অক্টোবরের প্রায় হাড় কাঁপানো শৈত্য প্রবাহের মাঝেও- দেখেছি হাজার হাজার প্রত্যয় দৃপ্ত চেহারা-দেখেছি অভিব্যক্তি গাঁয়ের সঙ্গে সাঁটা স্লোগান ব্যাজ জাস্টিস অর-এলস এবং ব্ল্যাক লাইভস ম্যাটার – ন্যায় বিচার চাই অবশ্যই-কৃষ্নাঙ্গ প্রাণও প্রাণ।

please wait

No media source currently available

0:00 0:03:05 0:00

XS
SM
MD
LG