অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের নিখোঁজ সক্রিয়বাদিকে পাওয়া গেল মৃত অবস্থায় কিয়েভের পার্কে


ফাইল ফটো : ভাইটালি শিশভ
(এপি)
ফাইল ফটো : ভাইটালি শিশভ (এপি)

বেলারুশের একজন সক্রিয়বাদিকে মঙ্গলবার ভোরে কিই’ইভে তার বাড়ির কাছে একটি উদ্যানে মৃত অবস্থায় পাওয়া গেছে। ইউক্রেনের পুলিশ বলে, এর একদিন আগেই জানা যায় তিনি নিখোঁজ হয়েছেন। বেলারুশের অধিবাসী যাঁরা নির্যাতন থেকে রক্ষা পেতে পালিয়ে যাচ্ছে তাদের সাহায্য করার জন্য একটি কিই’ইভ ভিত্তিক একটি সংগঠনের নেতৃত্ব দিতেন ভাইটালি শিশভ । সোমবার তিনি দৌড়ের পর বাড়িতে ফিরে না আসায় তার সঙ্গী তাঁর নিখোঁজ হবার কথা জানান।

বেলারুশের একজন সক্রিয়বাদিকে মঙ্গলবার ভোরে কিই’ইভে তার বাড়ির কাছে একটি উদ্যানে মৃত অবস্থায় পাওয়া গেছে। ইউক্রেনের পুলিশ বলে, এর একদিন আগেই জানা যায় তিনি নিখোঁজ হয়েছেন। বেলারুশের অধিবাসী যাঁরা নির্যাতন থেকে রক্ষা পেতে পালিয়ে যাচ্ছে তাদের সাহায্য করার জন্য একটি কিই’ইভ ভিত্তিক একটি সংগঠনের নেতৃত্ব দিতেন ভাইটালি শিশভ । সোমবার তিনি দৌড়ের পর বাড়িতে ফিরে না আসায় তার সঙ্গী তাঁর নিখোঁজ হবার কথা জানান।

পুলিশ বলেছে তারা সন্দেহজনক এই হত্যাকান্ডের জন্য একটি ফৌজদারি মামলা জারি করেছে তবে আত্মহত্যার বেশে হত্যা সহ সব রকমের সম্ভাবনা তদন্ত করে দেখবে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে , “ বেলারুশের নাগরিক ভাইটালি শিশভ যিনি কিই’ইভে গতকাল নিখোঁজ হন তাঁকে আজ তাঁর বাড়ির কাছেই একটি উদ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়”। গত বছর বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো যে অভিযান চালান তা থেকে বাঁচার জন্য বহু বেলারুশিয়ান , ইউক্রেন, পোল্যান্ড এবং লিথুয়ানিয়ায় আশ্রয় নেন।

শিশভ , বেলারুশিয়ান হাউজ ইন ইউক্রেন (বিডিইউ) নামের একটি গোষ্ঠির নেতৃত্ব দেন যারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে বেলারুশের লোকদের আবাসস্থল , চাকরি এবং আইনি উপদেশ পেতে সহায়তা করে। সংগঠনটি সোমবার জানায় তারা শিশভের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তারা বলছে শিশভ স্থানীয় সময়ে সকাল নয়টায় বাড়ি থেকে বের হন এবং ঘন্টা খানেক পর তাঁর বাড়িতে ফিরে যাওয়ার কথা । বেলারুশের কর্তৃপক্ষ সরকার বিরোধী প্রতিবাদকারিদের পশ্চিমের সাহায্যপুষ্ট অপরাধী কিংবা সহিংস বিপ্লবী বলে আখ্যায়িত করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকান্ডকে যথার্থ ও প্রয়োজনীয় বলে বর্ণনা করেছে।

(রয়টার)

XS
SM
MD
LG