মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী যে ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘনের শিকার হচ্ছে সে বিষয়ে আশিয়ান জোটের নেতাদের জরুরী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশানস আশিয়ান এর বর্তমান সভাপতিকে লেখা এক চিঠিতে অ্যামনেস্টি এমন আহ্বান জানিয়েছে বলে মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে দেয়া খাবর থেকে জানা গেছে। ওই খবরে বলা হয় অ্যামনেস্টির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশ সমূহের ১৩ জন পরিচালকের লেখা ওই চিঠিতে রাখাইন রাজ্যে যে মানবাধিকার এবং মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে তার সমাধানের পথ খুঁজতে জরুরী ভিত্তিতে আশিয়ানের শীর্ষ সম্মেলন ডাকার আহবান জানানো হয়েছে।
এদিকে, জাতিসংঘ বলেছে মিয়ানমার সেনাবাহিনী এবং বৌদ্ধ ধর্মীয় উগ্রবাদীদের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে এখনও রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম বলেছে প্রতিদিন প্রায় দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন।
জাতিসংঘের হিসেব অনুযায়ী গত প্রায় ছয় সপ্তাহে ৫ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।