অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের গণতন্ত্রী পন্থী নেত্রী অং সান সুচি সর্ব্বময় ক্ষমতা পেতে পারেন


মিয়ানমারের নেত্রী অং সান সুচি যে প্রস্তাব দিয়েছেন, তারই ভিত্তিতে তিনি সরকারী উপদেষ্টার পদ পেতে পারেন এবং সর্ব্বময় ক্ষমতার অধিকারী হতে পারেন I বর্তমানে তাঁর দায়িত্বে রয়েছে পররাষ্ট্র, জ্বালানি শক্তি, শিক্ষা ও প্রেসিডেন্টের দফতর I তাঁর এককালীন পরামর্শদাতা ও বন্ধু থিন খা'কে বুধবার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করানো হয় I দীর্ঘদিনের সামরিক শাসনের পর তিনিই হলেন বার্মার প্রথম অসামরিক প্রেসিডেন্ট I

XS
SM
MD
LG