দীর্ঘ ১৫ বছর পরে, ৫৪ বছর বয়সে, কিংবদন্তি মুষ্টিযোদ্ধা ও বহু হেভিওয়েইট মুষ্টিযুদ্ধের খেতাবধারী, মাইক টাইসন ফিরে এলেন স্বমহিমায়,বক্সিং রিঙে,সেই কালো ট্রাঙ্ক পরে, যে ট্রাঙ্ক পরে তিনি জিতে নিয়েছিলেন বহু হেভিওয়েইট মুষ্টিযুদ্ধI
এখনো পেশীবহুল,তেজদীপ্ত, টাইসন প্রদর্শনী মুষ্টিযুদ্ধে অবতীর্ণ হন অন্য এক মুষ্টিযোদ্ধা রে জোন্স জুনিয়রের বিরুদ্ধেI মাইক টাইসনের জন্য এই অভিজ্ঞতা যেন,তাঁর সেই বক্সিং জীবনের আনন্দ ও উত্তেজনায় ফিরে যাওয়াI ড্র নির্ধারিত এই বক্সিং শেষে মাইক টাইসন বলেন, "আমি অভিভূত যে 'নক আউট' হয়নি, মানবতার সেবায় আমি আরো এধরণের বক্সিংয়ে অংশ নেবার ইচ্ছা রাখছি"I