অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে, আরো ৮ জন নিহত 


বার্মার শান রাজ্যের অঙ্গবান শহরে শুক্রবার, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্ততঃ ৮ জনের মৃত্যুর পর, জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ, অব্যাহত বর্বরতার জন্য কঠোর ভাষায় নিন্দা জানানI মহাসচিবের মুখপাত্র, স্টেফানে দুজারিচ সাংবাদিকদের বলেন, সাংবাদিকসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার সম্পূর্ণ অগ্রহণযোগ্য I তিনি বলেন, সামরিক বাহিনী, মৌলিক মানবাধিকার লঙ্ঘন বন্ধে এবং গণতন্ত্রায়নের পথে ফিরে যেতে, নিরাপত্তা পরিষদসহ, আমাদের সকলের আবেদন অগ্রাহ্য করে চলেছেI

তিনি বলেন, সামরিক সরকারের বর্বরতা বন্ধে, সেখানে দৃঢ় ও একতাবদ্ধ আন্তর্জাতিক সাড়া জরুরিভাবে প্রয়োজনI মুখপাত্র দুজারিচ বলেন, মহাসচিব গুটেরেজ, জনগণের শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধশালী বর্মা গড়ার লক্ষ্যে জনগণের পাশে রয়েছেনI

XS
SM
MD
LG