অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবার কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


মায়ামির লিটল হাভানায় কিউবার বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত কিউবার জনগণ
১২ই জুলাই, ২০২১ - এপি
মায়ামির লিটল হাভানায় কিউবার বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত কিউবার জনগণ ১২ই জুলাই, ২০২১ - এপি

বাইডেন প্রশাসন, কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভের পর, কিউবার পুলিশ বাহিনী ও তার দুজন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেI প্রেসিডেন্ট বাইডেন কিউবান-আমেরিকান নেতাদের সঙ্গে শুক্রবার আলোচনার শুরুতে বলেন, কিউবাতে নাটকীয় কোন পরিবর্তন না এলে, যা আমি আশা করিনা, আগামীতে আরো নিষেধাজ্ঞা আরোপিত হবেI

.তিনি বলেন, তাঁর কথায় ঐ দ্বীপটি থেকে মুক্তির বহু আর্তনাদ শোনা যায়I যুক্তরাষ্ট্র কিউবার জনগণের সেবায় সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে"I তিনি আরো বলেন যে রাজস্ব ও পররাষ্ট্র দপ্তরকে এক মাসের মধ্যে কিউবার সরকারকে সাহায্য না করে কি করে আমেরিকান জনগণ কিউবার জনগণের কাছে অর্থ পাঠাতে পারেন, তা জানাতে নির্দেশ দিয়েছেনI

শুক্রবার, রাজস্ব দপ্তর কিউবার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে, যাতে বলা হয়, ১১ই জুলাই কিউবায় শান্তিপূর্ণ, গণতন্ত্রপন্থী প্রতিবাদকে দমিয়ে দেয়ার জবাবে এসব আরোপিত হচ্ছেI

হাজার হাজার কিউবার জনগণ বহু দশকে সরকারের বিরুদ্ধে বৃহত্তম প্রতিবাদ জানাতে রাস্তায় বিক্ষোভে অংশ নেনI বিক্ষোভকারীরা মৌলিক খাদ্য ও জ্বালানি ঘাটতি, নাগরিক অধিকারে বাধা প্রদান এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে সরকারের অব্যবস্থাপনার জন্য বিক্ষোভ দেখানI

XS
SM
MD
LG