অ্যাকসেসিবিলিটি লিংক

মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আবারোও সন্ত্রাসবাদের আশংকা 


Bagram Air Base
Bagram Air Base

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও জোট সেনাবাহিনীর সেনা প্রত্যাহার সম্পন্ন প্রায় ; এরি মাঝে পশ্চিমি কর্মকর্তারা সন্ত্রাসী হুমকির আশংকা করছেন, যা হয়তোবা বর্তমানের আল কায়দা এবং আইসিস সন্ত্রাসীদের সৃষ্ট বিপদের চাইতেও বেশিI

যুক্তরাষ্ট্র কর্মকর্তারা প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে দৃঢ়তার সঙ্গে বলেন, এই দুটি সন্ত্রাসী এখন তাদের ছায়া মাত্রI বর্তমানের আল কায়দা সারা আফগানিস্তান জুড়ে হয়তোবা মাত্র কয়েকশত যোদ্ধাদের নিয়ন্ত্রণ করছে এবং আইসিসদের অঙ্গ সংগঠন, IS -KHORASAN হয়তোবা তার চাইতে কিছুটা বেশিI

IS -KHORASAN বিশেষত শহর এলাকায়, বেশ কতগুলি হামলার কৃতিত্ব দাবি করে থাকেI তবে গোয়েন্দা ও মানবিক স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দুটি দলই এমন কিছু করবে না যে, তারা যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বা দূর পাল্লার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়I

পশ্চিমি সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানান, আল কায়দা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় তালিবানদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চলেছে, তালিবানদের তারা বিব্রত করবে না এমনটাই তাদের আশ্বস্ত করবেI

(এপি)

XS
SM
MD
LG