অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোতে আবারো করোনার হানা


মস্কোতে আবারো করোনার হানা
মস্কোতে আবারো করোনার হানা

ফুড কোর্ট এবং শপিং মলে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ রাখা এবং রেস্তোরা ও বারে ক্রেতা সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছেI 

করোনা সংক্রমণের সংখ্যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুন বৃদ্ধি পেলে, মস্কো'র মেয়র, কতিপয় কর্মক্ষেত্র ও ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য এক সপ্তাহের লক ডাউন জারি করেছেনI

জাতীয় করোনা টাস্ক ফোর্স মস্কোতে ৬,৭০১টি নুতন সংক্রমণের কথা জানায়I ২০২০ সালের বসন্তে করোনা মহামারীর কারণে মস্কোতে দুই সপ্তাহের লক ডাউন জারি করা হয়েছিল, তারপর আর কোনো নিষেধাজ্ঞা দেয়া হয় নিI তবে হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মেয়র সার্গেই সব্যানিন বলেন, এই পরিস্থিতিতে ব্যবস্থা না নেয়া অসম্ভব হয়ে দাঁড়ায়I

তিনি যেসব প্রতিষ্ঠানে সাধারণত সপ্তাহান্তে কাজকর্ম কম হয়, সেগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তবে কর্মীদের বেতন দেয়া অব্যাহত রাখার কথা জানানI এছাড়াও ফুড কোর্ট এবং শপিং মলে বাচ্চাদের খেলার জায়গা বন্ধ রাখা এবং রেস্তোরা ও বারে ক্রেতা সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছেI

XS
SM
MD
LG