অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের কাছ থেকে মসুলের প্রায় ২০০ বর্গ কিলোমিটার মুক্ত


ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলের প্রধান শহর মসুলের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে নেওয়ার জন্য ইরাকী সেনারা, সোমবার আক্রমণ অভিযান শুরু করেছে।

কুর্দী নেতারা জানিয়েছেন ইসলামিক স্টেটের কাছ থেকে প্রায় ২০০ বর্গ কিলোমিটার মুক্ত করা গেছে।

৫ বছর আগে যুক্তরাষ্ট্রের যোদ্ধা সেনারা ইরাক ত্যাগ করার পর এটি হচ্ছে সবচেয়ে বড় সামরিক অভিযান। এতে অংশ নিচ্ছে কুর্দী সেনারা, কেন্দ্রীয় পুলিশ, সুন্নি উপজাতীয় যোদ্ধারা এবং শিয়া মিলিশিয়া বাহিনী। এছাড়াও, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বিমান আক্রমণ ও অন্যান্য ভাবে সমর্থন দেবে। গত দু'বছর ইসলামিক স্টেটকে লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় কোয়ালিশন হামলা চালায়।

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী সোমবার ঘোষণা করেন যে, তাঁর দেশ সম্মিলিত ভাবে বিজয় উৎসব পালন করবে।

লিউটেনেন্ট জেনারেল স্টিভেন টাউনসেন্ড যিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের কম্যান্ডার সতর্ক করে দেন যে, মসুল পুনর দখল করতে কয়েক সপ্তাহ বা বেশি সময় লাগতে পারে।

XS
SM
MD
LG