কারাবন্দিরা মোবাইল ফোনে
কথা বলতে পারবেন
বাংলাদেশে বন্দিরা কারাগার থেকে মোবাইল ফোনে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। দেশের ইতিহাসে এই প্রথম কারাবন্দিরা এ ধরনের সুযোগ পেতে যাচ্ছেন। কারা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্ণেল ফজলুল কবির এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সঙ্গে এ বিষয়ে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি দুই-তিন মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।
তিনি বলেন, কারাগারে প্রবেশের সময় কারাকর্তৃপক্ষকে পরিবারের দুটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। বাইরে থেকে কারাগারের নম্বরে কেউ ফোন দিতে পারবেন না। তবে এসএমএস করতে পারবেন, সেই এসএমএসের তথ্য কারাবন্দির কাছে পৌঁছানো হবে। বন্দিদের মানসিক দিক পর্যবেক্ষণে ২০ জন মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হচ্ছে বলেও জানান ফজলুল কবির। আগামী ২০ থেকে ২৬শে জানুয়ারি কারাসপ্তাহ পালন করবে কারা অধিদপ্তর। দেশের ৬৮টি কারাগারের ধারণ ক্ষমতা ৩৪,৭৯৬ জন। এর বিপরীতে বর্তমানে ৭১,১০৫ জন বন্দি রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী মার্চে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরের কথা রয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট: