অ্যাকসেসিবিলিটি লিংক

হোসনে মুবারক জেল থেকে মুক্ত , গৃহবন্দী এখন


মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনে মুবারককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় , এ ফলে সে দেশের চলমান গোলযোগে আরেকটি সম্ভাব্য জটিল উপাদান যুক্ত হলো। কয়রোর তোরা কারাগার থেকে মি মুবারককে একটি সামরিক হেলিকপ্টারে রাজধানীর কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হবে।

মিশরের বিচারিক কর্তৃপক্ষ এই সপ্তায় ৮৫ বছর বয়সী এই নেতার মুক্তির আদেশ দিয়ে বলেন যে দূর্নীতি ও হত্যার অভিযোগে তার পুনর্বিচারের সময়ে তাকে কারাবন্দী করে রাখার কোন দরকার নেই। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে এ মাসে জারি করা জরুরী অবস্থার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী হাজেম এল বেবলাওয়ী মি মুবারককে গৃহবন্দী থাকার আদেশ দেন।
XS
SM
MD
LG