অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের প্রেসিডেন্ট অং সান সুচীকে ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানান


An entrance to a polling station in Pyay Township, middle-Burma. Nov. 8th, 2015
An entrance to a polling station in Pyay Township, middle-Burma. Nov. 8th, 2015

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইন, বিরোধী নেত্রী অং সান সুচীকে এবং তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রাসি পার্টি (এনএলডি) কে, এ সপ্তাহের সংসদীয় নির্বাচনে, বিপুল ভোটাধিক্যে জয়লাভের জন্য অভিনন্দন জানান। এনএলডি সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) কে পরাজিত করে।

এনএলডির এক মুখপাত্র বলেছেন বুধবার তাদের দল, তথ্যমন্ত্রী ই হটুট এর কাছ থেকে, থিন সেইনের পক্ষ থেকে যে বার্তা পেয়েছে তাতে এই প্রতিশ্রুতি রয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এনএলডির বিজয় নিশ্চিত করার পর, “সরকার শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করবে।”

দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাম্প্রতিকতম ফলাফলে দেখা যাচ্ছে যে এনএলডি পেয়েছে ১৩৫টি আসন। সংসদের নিম্ন পরিষদের এ পর্যন্ত ৯০ শতাংশ ফলাফল ঘোষণা করা হয়েছে। সংসদে অং সান সুচী ইয়াংগুন রাজ্যে কাওমু এলাকার আসনে পুনর্নিবাচিত হয়েছেন।

XS
SM
MD
LG