অ্যাকসেসিবিলিটি লিংক

রাখাইন পরিস্থিতি তদন্তে কাজ শুরু করেছে নতুন কমিশন


মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপরে হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের পরিস্থিতির ব্যাপারে এতোদিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন এবং তথ্যাদি মিয়ানমার সরকার ক্রমাগত অস্বীকার করে আসছিল। কিন্তু অব্যাহত আন্তর্জাতিক চাপের কারণে অতিসম্প্রতি মিয়ানমার সরকার ওই দেশটির নেত্রী অং সান সুচির আদেশে রাখাইন পরিস্থিতির ব্যাপারে ৪ সদস্যের নতুন একটি তদন্ত কমিশন গঠন করেছে। কমিটিতে দুইজন বিদেশী সদস্য অর্থাৎ ফিলিপাইনের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো এবং জাতিসংঘে জাপানের স্থায়ী প্রতিনিধি কেনযো ওশিমা ওই কমিটিতে রয়েছেন এবং বাকি দুইজন মিয়ানমার সরকারের রাখাইন বিষয়ক পরামর্শক। এই কমিটি তাদের কাজ শুরু করেছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।

এদিকে, ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মিয়ানমার, বিশেষ করে রাখাইন রাজ্য, সফরের ফলাফলে ঢাকার বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ আশাবাদী নন। তারা বলছেন, যতোটা ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তেমন কিছু অর্জিত হয়নি। ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং ওই বিভাগের সাবেক চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন।

please wait

No media source currently available

0:00 0:04:40 0:00

XS
SM
MD
LG