অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে বিরোধী দল এনএলডি প্রথম ঘোষিত আসনে জয়লাভ করেছে


A news vendor displays local newspapers on a street in Yangon November 9, 2015. Voting unfolded smoothly in Myanmar on Sunday with no reports of violence to puncture a mood of jubilation marking the Southeast Asian nation's first free nationwide election
A news vendor displays local newspapers on a street in Yangon November 9, 2015. Voting unfolded smoothly in Myanmar on Sunday with no reports of violence to puncture a mood of jubilation marking the Southeast Asian nation's first free nationwide election

মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল, রবিবারের সংসদীয় নির্বাচনে, প্রথমে যে সব আসনের কথা ঘোষণা করা হযেছে, সেগুলোতে জয়লাভ করেছে। অনুমান করা হচ্ছে যে তারা বিপুল ভোটাধিক্যে নির্বাচনে জয়লাভ করবে।

নির্বচনী কর্মকর্তারা সোমবার ঘোষণা করেন, যে ন্যাশানাল লীগ ফর ডেমোক্রাসি প্রধান শহর ইয়াংগুনে নিম্ন সভায় ১২টি আসন জয়লাভ করেছে।

অং সান সুচি সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে এই আস্থা প্রকাশ করার পর যে তার দলই ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করবেন, নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ইয়াংগনে এনএলডির প্রধান কার্যালয়ের বাইরে তিনি ওই ভাষণ দেন। ভোটগণনা শেষ না হওয়ায় অং সান সুচি দল বিজয়ী হয়েছে সেটা দাবী করেননি।

XS
SM
MD
LG