অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে জরুরি ভিত্তিতে কোভিড সহায়তা প্রয়োজন


স্বাস্থ্যকর্মীরা অক্সিজেনের সহায়তায় সাগাইং অঞ্চলে রোগীদের চিকিৎসা করছেন
ফাইল ছবি.-থম্পসন রয়টার্স
স্বাস্থ্যকর্মীরা অক্সিজেনের সহায়তায় সাগাইং অঞ্চলে রোগীদের চিকিৎসা করছেন ফাইল ছবি.-থম্পসন রয়টার্স

১৬টি মানবিক সাহায্য সংস্থার একটি গ্ৰুপ, মিয়ানমারে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ব্যাপক সহিংসতার ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট সম্পর্কে এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেI আগস্টের ২ তারিখে প্রকাশিত বিবৃতি অনুযায়ী কোভিড সংক্রমণে মিয়ানমারে্র মোট মৃত্যুর ৬০ শতাংশ ঘটেছে গত মাসে। গত দুই মাসে মৃতের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পায়I

বিবৃতিতে বলা হয়, কাচিন,থেকে মান্দালয় এবং ইয়াঙ্গুন পর্যন্ত স্বাস্থ্য কর্মীরা সহিংসতা ও হুমকির মুখে থাকার কারণে, স্বাস্থ্য পরিষেবা বন্ধ রয়েছে I ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুথানের পর, ৪০০ জনের বেশি সংখ্যক চিকিৎসক ও ১৮০ জন নার্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে I

মিয়ানমারে নরওয়ের শরণার্থী কাউন্সিলের পরিচালক, লরা মার্শাল এক বিবৃতিতে বলেন, যেসব মানুষের সাথে আমরা কাজ করছি, তাদের অবস্থা শোচনীয় ও সেখানে লোকের মৃত্যু হচ্ছে I এসব জনগোষ্ঠীর এখন প্রয়োজন নিরাপদ ও অবাধ মানবিক সাহায্য ও স্বাস্থ্য পরিষেবা

XS
SM
MD
LG