অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার পেলেন নাদিয়া শারমিন


নাদিয়া শারমিন
নাদিয়া শারমিন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড- আইডব্লিউওসি বা ‘আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার’ পেলেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন। আজ শুক্রবার ওয়াশিংটনে পররাস্ট্রমন্ত্রণালয়ে উপ পররাস্ট্রমন্ত্রী হিগিনবটম নাদিয়া শারমিনসহ আরো ৯ সাহসী নারীর হাতে পুরস্কার তুলে দেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইডব্লিউওসি নারীদের সাহসিকতার জন্য এ পুরস্কার দিয়ে থাকে। এর আগে আরেকজন বাংলাদেশি নারী এ পুরস্কার পেয়েছেন। নাদিয়া শারমিন দ্বিতীয় বাংলাদেশি নারী, সাহসিকতার জন্য এ পুরস্কার পেলেন।

পুরস্কার গ্রহনের পর নাদিয়া শারমিন অংশগ্রহণ করেন পররাষ্ট্র দফতরের বিভিন্ন কর্মসূচিতে। যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সঙ্গেও সাক্ষাৎ করেনতিনি।জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠেয় ‘৫৯তম কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন’ সম্মেলনেও যোগ দেবেন তিনি। এ সম্মেলনে সারাবিশ্বের নারী অধিকারকর্মীরা যোগ দিচ্ছেন।

২০১৩ সালের এপ্রিল মাসে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে চলার সময় খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাদিয়া। তখন তিনি একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন। নাদিয়ার ওপর হামলার ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে।

XS
SM
MD
LG