অ্যাকসেসিবিলিটি লিংক

আজারবাইজান ও আর্মেনিয়ার লড়াই বিতর্কিত এলাকার বাইরে ছড়িয়েছে 


রবিবার নাগারনো কারাবাখ বিরোধ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার লড়াই, বিতর্কিত এলাকার বাইরে ছড়িয়ে পড়েI আর্মেনিয়ার সেনারা ভারী আর্টিলারি ও রকেট দিয়ে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর,গাঞ্জায় হামলা চালালে একজন নিহত ও ওপর ৩২জন আহত হনI আর্মেনিয়ার সেনাবাহিনী এছাড়াও শিল্প শহর, মিঙাচেভির ও অন্যান্য কয়েকটি শহরে হামলা চালায়I

দলছুট অঞ্চলের কর্তৃপক্ষ হুশিয়ার করে দেয় যে,এই অঞ্চলের 'সর্বশেষ লড়াই' শুরু হয়েছেI তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নাগারনো কারাবাখ'র স্বাধীনতাকে স্বীকৃতি দেবার আবেদন জানিয়ে বলে, সেটাই হবে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার একমাত্র পন্থাI

অন্যদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট, আলিয়েভ বলেছেন নাগারনো কারাবাখ থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার একমাত্র এই লড়াইয়ের অবসান ঘটাতে পারেI

XS
SM
MD
LG