অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রের দিকদর্শন


বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রের দিকদর্শন
বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রের দিকদর্শন

এই বুধবার ১২ অক্টোবর আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিলো – ‘বাংলাদেশের ভোটারের ভবিষ্যতের জন্যে দিক নির্দেশনা দিচ্ছেন নির্বাচনের মাধ্যমে ’ । এ অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে ছিলেন লন্ডন থেকে বাংলাদেশের এন জি ও democracy watch-এর প্রধান , বি বি সি’র সাবেক সাংবাদিক-ভাষ্যকার রাজনৈতিক বিশ্লেষক তালেয়া রহমান ,আর ঢাকা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ এন জি ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লা । এ দু’ই অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দিয়েছেন আজকের অনুষ্ঠানে । এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত – ভয়েস অফ আমেরিকা মেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না । অনুষ্ঠানে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তালেয়া রহমান নারায়নগঞ্জের ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন এ ভোটের মধ্যে দিয়ে নারায়নগঞ্জের মানুষ গোটা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্যে একটা দিক নি্র্দেশনা দিয়েছেন ।বলেন – স্থানীয় সরকার এখন অনেক বলীয়ান হয়েছে তবে কেন্দ্র থেকে তাদের আরো শক্তিশালি করার চেষ্টা চালাতে হবে । তিনি বলেন দুই রাজনৈতিক দলেরই যথেস্ট উদ্যোগি হওয়া প্রয়োজন – সমগ্র জনগণেরই ভালো মন্দ দুয়ের জন্যেই দল দুটির ওপর দায়িত্ব রয়েছে । প্রফেসার কলিমুল্লাও অনুরূপ আশবাদের মধ্যে দিয়ে তাঁর অক্তব্যের অবতারনা করেন , শ্রোতাদের মন্তব্যের জবাব দিতে গিয়ে । বলেন – সেনা প্রীতি ও সেনা ভীতি ও সেই সঙ্গে গনতন্ত্রের চার্চা একটা সাংঘর্ষিক অবস্থা বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন ।

XS
SM
MD
LG