অ্যাকসেসিবিলিটি লিংক

ভবিষ্যতে মঙ্গলগ্রহে অবতরণের লক্ষ্যে তৈরী একটি নতুন অবতরণ ব্যবস্থা আবারও ব্যর্থ হয়েছে


NASA Low Density Supersonic Decelerator
NASA Low Density Supersonic Decelerator

মঙ্গলগ্রহে অবতরণের লক্ষ্যে তৈরী যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি নতুন প্যারাশুট ব্যবস্থা সোমবার দ্বিতীয়বারের মত সেখানে অবতরণে ব্যার্থ হয়েছে। প্যারাশুট ব্যবস্থার লক্ষ্য হচ্ছে আরও বড় মহাকাশযান যাতে মঙ্গহলগ্রহে অবতরণ করা যায়।

Low Density Supersonic Decelerator LDSD নামের ওই গোলাকৃতির মানববিহিন যানটিকে একটি বিশাল হিলিয়াল বায়ু ভর্তী বেলুন, মহাকাশের প্রান্তে নিয়ে যায়। হাওয়াই দ্বীপের যুক্তরাষ্ট্রের সেনা ঘাটি থেকে সেটি উৎক্ষেপন করা হয়। কিন্তু সেটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে।

নাসা জানায় LDSD’র ৩০-ফুট ব্যাসের প্যারাশুটটি খুলতে ব্যর্থ হয়। ভিডিওতে দেখা যায় প্যারাশুটটি মোতায়েনের পরই তা টুকরো টুকরো হয়ে যায়।

XS
SM
MD
LG