অ্যাকসেসিবিলিটি লিংক

গ্র্যামী পুরস্কারপ্রাপ্ত শিল্পী ন্যাটালী কোল মারা গেছেন


জ্যাজ সঙ্গীতের কিংবদন্তী ন্যাট কিং কোলের কন্যা গ্র্যামী পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ন্যাটালী কোল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পরিবারেরর পক্ষ থেকে জানানো হয়, অসুস্থতাজনিত কারনে তিনি মারা যান। "This Will Be" গানটির জন্য কোল গ্র্যামী পুরস্কার পান। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীরা শোক প্রকাশ করছেন। কোলের মৃত্যুতে শোক জানাতে নাগরিক অধিকার নেতা জেসি জ্যাকসন এক টুইট বার্তায় কোলকে ‘বস্তু ও শব্দের সমন্বয়ে স্নেহাস্পদ ভগ্নী’ বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG