অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো প্রধান জেন স্টোলটেনবার্গ বলেছেন সদস্যরাষ্ট্রসমূহকে রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত


নেটো প্রধান জেন স্টোলটেনবার্গ বলেছেন আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাইনা, তবে আমাদের সদস্যরাষ্ট্রসমূহকে রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।

তিন দশকে নেটোর সর্ববৃহৎ প্রশিক্ষন মহড়ার এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় একথা বলেন স্টোলটেনবার্গ। গতমাসে শুরু হওয়া এই মহড়ায় নেটোর ৩০টি সদস্যভূক্ত দেশের ৩৬ হাজার সেনা অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষন মহড়া অনুষ্ঠিত হচ্ছে ইটালী, ষ্পেন ও পর্তুগালে।

নেটো প্রধান বলেন ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে নেটোর সর্ববৃহৎ প্রশিক্ষন মহড়া পর্যবেক্ষনের জন্যে রাশিয়াসহ সকল নেটোভুক্ত দেশের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯শে অক্টোবর শুরু হওয়া ওই মহড়া ৬ই নভেম্বর শেষ হচ্ছে। এতে ১৪০টি বিমান ও ৬০টি জাহাজ ব্যাবহার করা হচ্ছে।

XS
SM
MD
LG