অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, নাৎসি একজন গার্ডকে জার্মানিতে ফেরত পাঠিয়েছে 


১৯৫৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত, ৯৫ বছর বয়সী একজন নাৎসি গার্ডকে শনিবার জার্মানিতে ফেরত পাঠানো হয়েছেI জার্মানির কর্তৃপক্ষ তার জেরা শুরু করেছেI জার্মান নাগরিক, ফ্রেডরিক কার্ল বার্গার, ১৯৪৫ সালে নিউএনগামের বন্দি শিবিরের একটি অংশে গার্ড হিসাবে অল্প সময়ের জন্য কাজ করেছেন I

জার্মানির আইনজীবীরা তার বিরুদ্ধে সম্ভব্য অভিযোগ আনার চেষ্টা চালাচ্ছেন, তবে জানান, যে তিনি সে সময়ের কাজের ব্যাখ্যা দিতে পারছেন নাI তবে ঐ গার্ড স্বীকার করেন যে, ঐ বন্দি শিবিরের একটি অংশে তিনি কাজ করতেন, তবে কোনো নির্যাতন বা হত্যাকান্ড প্রত্যক্ষ করেন নিI

তবে জার্মানির মেপেন শহরের ঐ বন্দি শিবিরে রুশ, পোলিশ, ইহুদি ও অন্যান্যদের অমানবিক পরিস্থিতিতে আটক রাখা হতো, নির্যাতনের শিকার হয়ে যাদের অনেকেরই মৃত্যু হোত I

XS
SM
MD
LG