অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালকে সাহায্য করছে ভারত, চিন, জাপান ও যুক্তরাষ্ট্র


২৫ এপ্রিলের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পরিকাঠামোর পুনর্গঠনে আর্থিক সাহায্যের কথা আলোচনা করতে বৃহস্পতিবার কাঠমাণ্ডুতে দেশের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অন্যান্য কয়েকটি দেশের প্রতিনিধিরা। আগেই ভারত যে ১ বিলিয়ন ডলারের সাহায্যের কথা জানিয়েছিল, তা ছাড়াও এ দিন আরও ১ বিলিয়ন ডলার বা ৬,৩৬০ কোটি টাকা সাহায্যের কথা জানালেন সুষমা। কৈরালার হিসেব, পুনর্গঠনে নেপালের দরকার মোট ৪২,০০০ হাজার কোটি টাকা।

এই বৈঠকে নানান অঙ্কের সাহায্যের কথা জানিয়েছে চিন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রও। নিকটতম দুই প্রতিবেশী দেশ ভারত আর চিনের মধ্যে নেপালকে সাহায্য করা নিয়ে একটা চাপা প্রতিযোগিতা রয়েছে। এখনও পর্যন্ত অবশ্য অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG