অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ৪ হাজার চার শ’ - আহতের সংখ্যা প্রায় আট হাজার


আজ মঙ্গলবার নেপালের ভূমিকম্প কবলিত মানুষজন দারূনভাবে পানীয় জলের অভাব অনুভব করছেন বলে জানা গিয়েছে।উদ্ধারকর্মিরা-মানবিক ত্রাণ সংস্থাগুলো ইতিমধ্যে ওখানটায় গিয়ে পৌঁছোতে -ধংসস্তুপে চাপা পড়া মানুষের উদ্ধার কাজে অংশ নিতে নেপাল গিয়ে হাজির হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার।

জাতিসংঘ বলেছে-এ ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮০ লক্ষ মানুষ- খাদ্য সহায়তার মুখ চেয়ে রয়েছেন ১৪ লক্ষ ভূকম্পন পিড়িত নারী পুরুষ শিশু। মঙ্গলবার সরকারী কর্মকর্তাদের সূত্রে বলা হয়েছে- মৃতের সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার চার শ’ মাত্রায়।আহতের সংখ্যা প্রায় আট হাজার।ধংসস্তুপ অপসারণ ও একই সঙ্গে প্রত্যন্ত-দূর্গম এলাকার সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এসব সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বহুলোক গত কয়েক দিনের মতো এখনো ঘরের বাইরেই রাত কাটাচ্ছেন, তাঁবুর নিচে- চার-পাঁচ মাত্রার ভূকম্পন পরবর্তী ঝটকা, আফটার শকস এখনো, থেকে থেকেই কাঁপিয়ে তুলছে ভূখন্ডটিকে।

XS
SM
MD
LG