অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ভূমিকম্পের ১সপ্তাহ পর ধ্বংসস্তুপ থেকে ১০১ বছরের নাগরিককে উদ্ধার


নেপালে ধ্বংসস্তুপের নিচ থেকে ভূমিকম্পের এক সপ্তাহ পর আরও ৪জনকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭হাজার ২শতে দাঁড়িয়েছে। উদ্ধার ততপরতায় সহযোগিতা করার জন্যে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীসহ আন্তর্জাতিক বাহিনী নেপালে কাজ করছে।

পুলিশ রোববার জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমন্ডুর ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১শ ১বছর বয়সী একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, এর আগে আরও তিনজনকে তারা উদ্ধার করতে পেরেছেন।

রোববার, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, ভারী যন্ত্রপাতিসহ নেপালে পৌঁছেছে। নেপালে বিশেষ করে দুর্গম এলাকায় উদ্ধার ততপরতায় সাহায্য করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। এপ্রিলের ২৫ তারিখের ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বেশ কিছু এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া কঠিন হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের ৮দিন পরও তাঁরা আশা করছেন, তাঁরা অনেককে জীবিত উদ্ধার করতে পারবেন। অবশ্য মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ, এখন হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

XS
SM
MD
LG