অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নতুন করে সহিংসতা


নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নতুন করে সহিংসতা
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নতুন করে সহিংসতা

রোববার নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা বেধেছে। এর মাত্র দু দিন আগেই জস শহরে বোমা আক্রমণে বত্রিশ জন প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সশস্ত্র খ্রীষ্টান ও মুসলিমদের দলগুলির মধ্যে সংঘর্ষের সময়ে বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ করা হয়। এলাকাটি ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে নিরাপত্তা বাহিনীকে ঐ সংঘর্ষ থামানোর জন্যে সেখানে পাঠানো হয়।

রোববারের সংঘাতে অসমর্থিত খবর অনুযায়ী লোকজন আহত হয়েছেন।

শনিবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান , শুক্রবারের বোমা হামলার জন্যে যারা দায়ি তাদের খুজে বের করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসমক্ষে মি জোনাথান বলেন যে এই সব হত্যাকান্ডের পেছনে যারা তাদের খুজে বের করার ক্ষত্রে সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে।

ও দিকে নাইজেরীয় সেনাবাহিনীর চীফ অফ স্টাফ জস এ গোয়েন্দাবাহিনীর কাজের সমালোচনা করেন , যাদের ব্যর্থতার জন্যে সেখানে এই হামলা এড়ানো যায়নি। তিনি বলেন যে গোয়ন্দা কার্যক্রমে আরও উন্নতি সাধন করা হবে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG