অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ে বিপর্যস্ত ইসরাইলী জনগণ 


প্রতিদিন হাজার হাজার নুতন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে সমগ্র ইসরাইল জুড়েI এসব শনাক্তকরণ সম্ভবপর হয়েছে 'শিন বেট' নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমেI এই ব্যবস্থায় সকল ইসরাইলী জনগণের সেল ফোন ট্র্যাক কোরে শনাক্ত করা সম্ভব হয়েছে,যে সংক্রমিতদের সংস্পর্ষে এসে করা সংক্রমিত হয়েছেনI এই ব্যবস্থা প্রয়োগে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন তুলেছেন, তবে মহামারী আর মৃত্যুর ছোবল থেকে বাঁচতে, অধিকাংশ ইসরাইলী জনগণ গোপনতার কথা আর ভাবছেন নাI

সংক্রমণের গোড়া থেকেই 'শিন বেট' প্রযুক্তির মাধ্যমে, ইসরায়েলে সংক্রমণের গতির ওপরে নজর রাখা হয়েছিল; তবে আপাতঃ দৃষ্টিতে নুতন প্রযুক্তির ব্যবহার কোনো সুফল বয়ে আনেনিI

বিরোধী কেনেসেট সদস্য, মেরাভ মাইকেলি এই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা করে বলেছেন, 'শিন বেট' প্রযুক্তি নিরীহ জনগণ নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবহার করা হোকI

XS
SM
MD
LG