অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ এশিয়ায় করোনার বিরুদ্ধে সবচাইতে সফল দেশ এখন ভেরিয়েন্টের ছোবলে 


ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী শনিবার জানান, ভিয়েতনামে ভারত ও যুক্তরাজ্যে পাওয়া ভেরিয়েন্ট ভাইরাসের সন্ধান মিলেছেI বিজ্ঞানীরা জানান, ল্যাব পরীক্ষায় এই ভাইরাসটিকে অন্যান্য ভাইরাসের তুলনায় অতি সহজেই ছড়াতে দেখা গিয়েছেI

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজনীন ৪টি ভেরিয়েন্ট ভাইরাসকে তালিকাভুক্ত করেছেI প্রথম দুটি পাওয়া যায়, যুক্তরাজ্য ও ভারতে এবং পরের দুটি যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেI

বিগত কয়েক সপ্তাহে ভিয়েতনামে নুতন করে ৩,৫০০ জন সংক্রমিত হয়েছেনএবং দেশের মৃতের সংখ্যা ১২ টি ৪৭ এ গিয়ে দাঁড়ায়I ভিয়েতনামের সর্ববৃহৎ শহর হো চি মিন সিটির প্রটেস্টান্ট চার্চে হটাৎ করে ৯৫ জনের গায়ে সংক্রমণ ধরা পরেI স্বাস্থ্য দপ্তর জানায়, প্রার্থনাকারীরা গান গেয়ে, পাশাপাশি বসে, কোনো মাস্ক না পরে এবং সামাজিক দূরত্ব না মেনে চার্চে সমবেত হয়েছিলেনI

XS
SM
MD
LG