অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং বিচারের জন্য চীনে নাগরিকদের পাঠানোর প্রস্তাব স্থগিত করেছে


হংকং সরকার বিচারের জন্য সেখানকার নাগরিকদের চীনে পাঠানোর বিষয়ে সংসদীয় প্রস্তাব স্থগিত করেছে। এই প্রস্তাব সেখানে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়।

হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম আজ বলেছেন যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করার আগে সরকার এ ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেবে না।

ঐ হস্তান্তরণ প্রস্তাবে সন্দেহভাজন অপরাধীদের মূল চীনা ভূখন্ডে পাঠানোর বিধান রয়েছে। চীনে পাঠানোর সম্ভাবনা হংকং এর ব্যবসায়ী গোষ্ঠি থেকে শুরু করে , আইনের লোকজন এবং গণতান্ত্রিক দলগুলোসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আতঙ্কিত করেছে কারণ চীনের বিচার ব্যবস্থা একদম আলাদা ধরণের।

এই প্রস্তাবিত আইন নিয়ে সংসদে আলোচনার দিন গত বুধবার হাজার হাজার বিক্ষোভকারী হংকং’এর রাস্তায় নেমে আসে।

হংকং এর আইনে এই প্রস্তাবিত পরিবর্তন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার বিষয় হয়েছে। চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে এবং হংকং এর এই প্রধানত শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গা বলে অভিহিত করে এবং বিক্ষোভকারিদের , তাদের কথায় , সহিংস কর্মকান্ড চালানোর জন্য দোষারোপ করে।

XS
SM
MD
LG