অ্যাকসেসিবিলিটি লিংক

তুর্কি প্রেসিডেন্ট কুর্দি মিলিশিয়াকে সতর্ক করে দিলেন


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান আজ বলেছেন কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া , এ সপ্তার গোড়ার দিকে তুরস্ক এবং রাশিয়ার মধ্যকার চুক্তি অনুযায়ী চলে না যায় তা হলে তাঁর দেশের সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তাঁর কথায় সন্ত্রাসীদের বিতাড়িত করবে।

কৃষ্ণসাগরের রুশ অবকাশ কেন্দ্র সোচিতে এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মঙ্গলবার জিএমটি ১৫০০ টাতে সময়সীমা বেৎধে দেয়া হয়েছে। রাশিয়া বলছে যে তাদের সৈন্য এবং সিরিয়ার সীমান্ত রক্ষীরা এটা নিশ্চিত করবে যে সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে কুর্দিরা আসবে না।

আংকারা ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী গোষ্ঠি বলে এবং ঐ মিলিশয়াকে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ভীষণ ভাবে সমালোচনা করে।

XS
SM
MD
LG