যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথীতা বাছাইয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের ভোটাররা তুষারপাতের মধ্যে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারীতে ভোট দিচ্ছেন।
রাজ্যের সর্ববৃহৎ শহর ম্যানচেস্টারের একটি কেন্দ্রের এক ভোটার কিথ লেনন ভোট দেয়া শেষে বললেন, একটু বেশি ঠান্ডা কিন্তু পছন্দের প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ভোট দিলাম; যদিও আমি জানি তিনি রাজনীতির দৃষ্টিকোন থেকে সঠিক নন।”
উত্তর পূর্ব অঞ্চলের এই রাজ্যটিতে গতরাতের তুষারপাতে প্রায় ২০ সেন্টিমিটার তুষার জমেছে যা মানুষের চলাচলের জনে অসুবিধাজনক।
জনৈক ভোটার লরেন বমান বললেন, দুর্যোগপূর্ন আবহাওয়াও মানুষকে ভোটদানে বিরত রাখতে পারেনি। “ভোটকেন্দ্রে ভীড় ছিল, কিন্ত দ্রুতই চলছিল কাজকর্ম। লরেন বললেন, “আমি আমার পছন্দের প্রার্থী হিলারী ক্লিনটনকে ভোট দিলাম। আমার মতে তিনি অসাধারন একজন প্রার্থী”।
ভোট শুরুর আগে নিউ হ্যাম্পশায়ারের সর্বশেষ মতামত জরিপে দেখা যায় ডেমোক্রেট দলের পক্ষে বার্নি সান্ডার্স হিলারী ক্লিনটন অপেক্ষা অনেক এগিয়ে রয়েছেন। আর রিপাবলিকান দল থেকে এগিয়ে রয়েছেন ডনাল্ড ট্রাম্প।