অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাস উপকুলে আঘাত হানলো ঘূর্ণিঝড় নিকোলাস



টেক্সাসের গালভেস্টোনে গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানার আগে, এক ব্যক্তি তার ছেলেকে ধরে রেখেছেন, ১৩ই সেপ্টেম্বর,২০২১, ছবি ইদ্রিস লতিফ/ রয়টার্স
টেক্সাসের গালভেস্টোনে গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানার আগে, এক ব্যক্তি তার ছেলেকে ধরে রেখেছেন, ১৩ই সেপ্টেম্বর,২০২১, ছবি ইদ্রিস লতিফ/ রয়টার্স

ঘূর্ণিঝড় 'নিকোলাস' মঙ্গলবার ভোরে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে I জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, স্থানীয় সময়, মধ্য রাতের পর 'নিকোলাস' ভোর সাড়ে ৫টায়, সার্জেন্ট বীচের ১৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে আঘাত হানার পর, টেক্সাসের পূর্বাঞ্চলীয় 'ম্যাটাগোরদা' উপদ্বীপে আঘাত হানে I

ঝড়টির বর্তমান বাতাসের গতি ঘন্টায় ১২০ কিলোমিটার, যার কারণে এটি৫ ক্যাটাগরির ঝড়ের সর্বোচ্চ বাতাসের বেগ ও ধ্বংসসাধনের নিরিখেএখন ১ ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে I ২০২১ সালের আটলান্টিক ঘূর্ণিঝড় মওসুমেএটি এখন ষষ্ঠ ঘূর্ণিঝড় I

নিকোলাস ঘূর্ণিঝড়, আঘাত হানার আগে টেক্সাসের বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টিপাত বয়ে আনে I আবহাওয়াবিদরা জানান, আজ লুইজিয়ানার দিকে ধাবিত হওয়ার আগে ঘূর্ণিঝড়, নিকোলাস, হিউস্টন শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে অতিক্রম করবে

আবহাওয়াবিদরা টেক্সাস উপকূলের কয়েকটি এলাকার জন্য ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের নজরদারি ও হুঁশিয়ারি বার্তা জারি করেছেন, যেখানে ঝড়টি জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আকষ্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে I

জাতীয় ঘূর্ণিঝড় দপ্তর জানায়, মঙ্গলবার সকাল নাগাদ, টেক্সাসের উপরিভাগ ও লুইজিয়ানার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলজুড়ে এক বা দুইটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

২০১৭ সালে ঘূর্ণিঝড়, 'হার্ভি', বন্যায় ঝুঁকিপূর্ণ, হিউস্টন শহরকে তছনছ করে দিয়েছিলো, যার প্রভাবে, ৪দিন ধরে হিউস্টনে ৬০ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়I

সোমবার, হিউস্টনে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর, গ্রেগ এবোট জনগণকে স্থানীয় আবহাওয়া সতর্ক বার্তা শোনার, সঠিক ও নিরাপদ কাজটি করার পরামর্শ দিয়েছেনI তিনি বলেন, "তাহলে আগেকার বহু ঝড়ের মত, এই ঝড়ও আপনারা কাটিয়ে উঠতে পারবেন "I

(কিছু তথ্য এপি মাধ্যম থেকে পাওয়া)

XS
SM
MD
LG