নিজের সরকার বলেছে চ্যাড হ্রদে একটি দ্বীপের নিয়ন্ত্রন নেওয়ার লক্ষ্যে গত সপ্তাহান্তে বোকো হারাম চরমপন্থীদের বিরুদ্ধে সেনাদের লড়াইয়ের সময় ৪৬ সৈনিক এবং ২৮জন অসামরিক ব্যক্তি প্রাণ হারায়।
মঙ্গলবার কর্মকর্তারা বলেন সংঘর্ষে ১৫৬ জঙ্গী নিহত হয়। সংঘর্ষ শুরু হয় শনিবার যখন বোকো হারাম, কারামগা দ্বীপে হামলা চালায়। নিজেরের সেনা বাহিনী বলেছে তারা পুনরায় দ্বীপের নিয়ন্ত্রন গ্রহণ করেছে।
নিজের সহ নাইজেরিয়া, চ্যাড এবং ক্যামেরুন সম্প্রতি বোকো হারাম বিদ্রোহ অবসানের লক্ষ্যে এক অভিযান চালায়। বিদ্রোহে নাইজেরিয়ার উত্তর পুর্বাঞ্চলে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এবং ১০ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়।
মঙ্গলবার নাইজেরিয়ার সেনারা বিশাল সামবিসা অরণ্য থেকে ৩০০ মেয়ে ও মহিলাদের উদ্ধার করেছে। ইসলামপন্থী জঙ্গীদের সবশেষ শক্তঘাঁটিগুলোর অন্যতম ছিল সামবিসা অরণ্য।