অ্যাকসেসিবিলিটি লিংক

নিযেরের প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসাওফু বলেছেন- বোকো হারামের ইতি এখন এসেই গিয়েছে কাছে


নিযেরের প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসাওফু বলেছেন- বোকো হারামের ইতি এখন এসেই গিয়েছে কাছে।

প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসাওফু কথা বলছিলেন- ভয়েস অফ আমেরিকার French to Africa Service-র সঙ্গে। বলেন-জানুয়ারির শেষের দিকে বহুপাক্ষিক বাহিনী যে অগ্রাভিযান শুরু করেছিলো তার চোটে বোকো হারাম নিশ্চিহ্ন হয়নি- তবে, দুর্বল হয়েছে। সেই থেকে নিয়ে নাইজিরিয়া, নিযের, চাদ ও ক্যামারুনের সৈন্যেরা নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে উগ্রপন্থী ঐ গ্রুপটির দখল ছিলো যেসব স্থানের ওপর তার অধিকাংশ থেকেই তাদেরকে খেদিয়েছে। নিযেরের প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসাওফু বলেছেন- সপ্তাহ কয়েক বা মাস কয়েকের ভেতরেই চাদ হ্রদ এলাকা থেকে নির্মূল হবে বোকো হারাম।

XS
SM
MD
LG