অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত


নাইজেরিয়ার মাইদিগুরি শহরের একটি মসজিদে ১ আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন প্রাণ হারান। ফজরের নামাজের সময় ঐ হামলায় ২০ জন আহত হয়েছে।

বোর্ণ রাজ্যে একের পর এক বোমা হামলার সাম্প্রতিকতম আক্রমণটি হয় জিদ্দারি পোলো এলাকার একটি মসজিদে। ঐ অঞ্চল বকো হারাম দলের জঙ্গিদের উৎপত্তি স্থান।

গত শুক্রবার রাজধানী মাইদিগুরির অদূরে ৩টি আত্মঘাতী বোমা বিস্ফোরণে হামলাকারীরাও প্রাণ হারায়।

প্রথম হামলায় ৪জন নিহত হয় এবং এর পরপরই সন্ধ্যার নামাজের সময় দুটি আত্মঘাতী বিস্ফোরণে ৩৭ জন প্রাণ হারান।

নাইজেরিয়ার জরুরী বিভাগের কর্মকর্তারা জানান মসজিদের ভেতরের আক্রমণের সময় নিরূপণ এমন ভাবে করা হয়েছিল যে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসার পরেই বিস্ফোরণটি ঘটবে।

এখনও হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। বকো হারাম জঙ্গি দল নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক রাজ্য প্রতিষ্ঠার অভিপ্রায়ের কথা ঘোষণা করেছে।

XS
SM
MD
LG