নাইজেরিয়ার নির্বাচনের শেষ ধাপে আজ শনিবার নাইজেরিয়রা তাদের গভর্নর এবং প্রাদেশিক প্রতিনিধি নির্বাচনের জন্যে ভোট দেবেন।
ওদিকে দুসপ্তাহ আগে প্রেসিডেণ্ট গুডলাক জনাথন নির্বাচনে পরাজিত হন। তিনি হলেন নাইজেরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেণ্ট, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় ভোটে হারলেন।
বলা হয়, এই ৩৬জন প্রাদেশিক গভর্নর হলেন, আফ্রিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশের সবচেয়ে ক্ষমতাবান রাজনীতিকের দল।
বিশ্লেষকরা বলছেন, এর আগের নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দীরা নোংরামি করেছেন, যেমন ব্যালট বক্স চুরি, ভোটার কারচুপি, ভোটারদের ভয়ভীতি দেখানো ইত্যাদি।