অ্যাকসেসিবিলিটি লিংক

চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার


বিহারে জেডিইউ নেতা নীতিশ কুমার আজ চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁর সঙ্গে শপথ নিলেন আরও ১৪ জন মন্ত্রী। পাটনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। এবারে অবশ্য দীর্ঘদিনের উপমুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদী মন্ত্রিসভায় নেই। তাঁর বদলে বিজেপি দু'জন উপমুখ্যমন্ত্রী পেয়েছে, তারকিশোর আর রেনু দেবী। নীতিশ কুমারের দল এবারে বিজেপির থেকে অনেক কম আসন পেলেও আগে থেকেই তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ফল যাই হোক না কেন নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে, তবে বিজেপি ৭৪টি আসন পাওয়াতে দু'জন উপমুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী পেয়েছে। জানা গিয়েছে সুশীল মোদীকে কেন্দ্রে মন্ত্রী করে পাঠানো হবে। এবারে তেজস্বী যাদবের আরজেডি এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে, ৭৫। তার সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। তারা ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও মাত্র ১৯টিতে জিতেছে। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীর আরজেডি ও তার জোটসঙ্গী কংগ্রেসই ভোটে জয়ী হবে। তাই যদি হতো তা হলে তেজস্বী হতেন ৩১ বছর বয়সে সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী। তিনি আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। বলেছেন, বিহারে এনডিএকে জনগণ প্রত্যাখ্যান করেছে।

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG