অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে গণভোটের ফলাফল প্রকাশ বিলম্বিত


মিশরে কর্তৃপক্ষ বলছে যে এ মাসে দু পর্বে নেওয়া ইসলামপন্থিদের সমর্থিত সংবিধানের বিষয়ে গণভোটের সরকারী ফলাফল প্রকাশের কোন তারিখ এখনও ঠিক করা হয়নি।

সোমবার মিশরের নির্বাচন কমিশনের সদস্যরা আরও বলেছেন যে তারা ২৭টি প্রদেশের গণভোটের ফলাফল এখন ও তৈরি করছেন।

The Muslim Brotherhood আন্দোলনের President Mohamed Morsi রোববার বলেন যে বেসরকারী ফলাফলে দেখা যাচ্ছে যে সংবিধানটি দু দফা ভোট গ্রহণে ৬৪ শতাংশ ভোটদাতার সমর্থন পেয়েছে । ৩২ শতাংশ লোক ভোট দিয়েছে। ‘

এ দিকে লিবারেল বিরোধী National Salvation Front রোববারই নির্বাচন কমিশনের কাছে এই ফলাফল সম্পর্কে অভিযোগ করেছে। তারা বলছে যে ইসলামপন্থিরা নর্বাচনে কারচুপি করেছে। বিরোধরা এই খসড়া সংবিধানকে সাগরিক অধিকারের প্রতি হুমকি বলে মনে করে।
XS
SM
MD
LG