অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রায়েল এবং ফিলিস্থিনি শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে প্রেসিডেন্ট ওবামার মন্তব্য


হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত যে ২০১৭ সালের প্রথম দিকে যখন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন সেই সময়ের মধ্যে ইস্রায়েল এবং ফিলিস্থিনি নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবেন না।

প্রেসিডেন্ট ওবামা ইস্রায়েলী প্রধান মন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সোমবার হোয়াইট হাউজে সম্বর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়ার সময়ই এই বিবৃতিটি প্রকাশ করা হয়।
এই শীর্ষ বৈঠকের উদ্দেশ্য হচ্ছ ইস্রায়েলী সরকারের সংগে কূটনৈতিক সম্পর্ক এবং আমেরিকার সংগে যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে তা আরও উন্নত করা যা কিনা ইরানের সংগে পারমানবিক চুক্তির পরিপন্থী।


ওবামা প্রশাসন, ইস্রায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া পুনর্জীবিত করার জন্য উল্লেখযোগ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার লক্ষ্য হচ্ছে ইস্রায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করা।
২০১৪ সালে ইস্রায়েল ও ফিলিস্থিনি কর্তৃপক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে দু'পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে চলেছে।

XS
SM
MD
LG