অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল শান্তি পুরস্কার পেলেন ডেনিস মুকওয়েগে এবং অধিকারকর্মী নাদিয়া মুরাদ


২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর স্ত্রীরোগ চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং ইয়াজিদি সম্প্রদায়ের অধিকারকর্মী নাদিয়া মুরাদ। কঙ্গোতে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দানের জন্য এবং ইরাকেইসলামিক ষ্টেটজঙ্গিদের হাতে যৌনদাসী হিসেবে বন্দী ও যৌন অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পাওয়া অধিকারকর্মী ইয়াজিদি সম্প্রদায়ের নাদিয়া মুরাদকে যৌথ ভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণ এবং যৌন নির্যাতন এবং বন্দুক সহিংসতা বন্ধে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য ডঃ মুকওয়েগে এবং নাদিয়া মুরাদকে শান্তি পুরষ্কার দেওয়া হয়।

XS
SM
MD
LG