অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপন উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছে


South Korea's Special Representative for Korean Peninsula Peace and Security Affairs Hwang Joon-kook, center, U.S. State Department’s Special Representative for North Korea Policy Sung Kim, right, and Japanese Foreign Ministry’s Director-General for Asian
South Korea's Special Representative for Korean Peninsula Peace and Security Affairs Hwang Joon-kook, center, U.S. State Department’s Special Representative for North Korea Policy Sung Kim, right, and Japanese Foreign Ministry’s Director-General for Asian

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপন বুধবার এক বৈঠকে একমত হয়েছে যে তাদেরকে একদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ এবং নিষেধাজ্ঞা বাড়াতে হবে এবং অন্যদিকে ওই দেশের পারমানবিক অস্ত্র কার্যক্রম বিষয়ে আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সুং কিম হচ্ছেন উত্তর কোরিয়া নীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি। সোলে আলোচনার পর তিনি বলেন পারমানবিক বিষয়ে উত্তর কোরিয়ার লক্ষ্য খুবই সুস্পষ্ট।

তিনি বলেন অস্ত্র তৈরির যে পর্যায়েই তারা থাকুক না কেন আমাদের এ বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।

XS
SM
MD
LG