অ্যাকসেসিবিলিটি লিংক

কুয়ালালামপুর ছাড়লেন উত্তর কোরিয়ার কূটনীতিক ও পরিবারবর্গ 


মালয়েশিয়ার উত্তর কোরীয় দূতাবাসের কূটনীতিকেরা দূতাবাস ত্যাগ করেছেনI মালয়েশিয়া সরকার, একজন উত্তর কোরীয় নাগরিককে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পন করলে, দুটি দেশের সম্পর্কে চিড় ধরে এবং দুটি দেশ সম্পর্কচ্ছেদ করেI

কুয়ালালামপুরের উপকণ্ঠে অবস্থিত, উত্তর কোরীয় দূতাবাসের পতাকা ও নামফলক সরিয়ে নেয়া হয়েছেI দুটি বাস কূটনীতিক ও তাদের পরিবার-পরিজনদের বিমান বন্দরে নিয়ে যায় এবং তাঁরা চীনগামী একটি ফ্লাইটে কুয়ালালামপুর ত্যাগ করেনI

২০১৭ সালে, কুয়ালালামপুর বিমান বন্দরে, কিম জং উনের সৎভাইকে খুন করার পর থেকে, দুটি দেশের সম্পর্কে অবনতি ঘটতে থাকেI

XS
SM
MD
LG