অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় ভাইরাস সংক্রমণের ব্যাপারে সরকারের উদাসীনতা 


উত্তর কোরিয়া, এক সময়ে দেশটিকে কভিড-১৯ মুক্ত দেশ বলে দাবি করতো, তবে এখন তারা নিয়মিতভাবে ভয়াবহ মহামারী সম্পর্কিত সঙ্কটের কথা স্বীকার করে থাকেI উত্তর কোরীয় নেতা, কিম জং উন সম্প্রতি দেশে খাদ্য সঙ্কটের কথাও স্বীকার করেছেন, যাকে তিনি ১৯৯০ সালের ভয়ংকর দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেনI

তবে করোনা সঙ্কট সেখানে কতটা ভয়াবহ তা জানা সম্ভব নয়, কারণ উত্তর কোরিয়ার কোনো তথ্য বহির্বিশ্বের জন্য নিষিদ্ধI তবে ক্রমশঃই পরিষ্কার হয়ে উঠছে যে, দুর্দশা কাটিয়ে উঠতে তারা ভ্যাকসিন গ্রহণের আন্তর্জাতিক প্রস্তাব গ্রহণের পথেI

জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক ভ্যাকসিন কর্মসূচি, কোভাক্স'র দেয়া ভ্যাকসিন গ্রহণে উত্তর কোরিয়া কোনো ধরণের উদ্যোগ নেয় নিI দরিদ্র দেশগুলির সহায়তায় অত্যন্ত জনপ্রিয় এই কর্মসূচির আওতায় বহু দেশ ভ্যাকসিন পেতে চলেছেI

উত্তর কোরিয়া ও কোভাক্স প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, গাভি'র মধ্যেকার আলোচনা কয়েক মাস ধরে বন্ধ রয়েছে, কারণ উত্তর কোরিয়া ৭টি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের মাত্র দুটি সম্পন্ন করেI নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ভয়েস অব আমেরিকাকে জানান, উত্তর কোরিয়া যদি কাগজপত্র দ্রুত সম্পন্ন ও জমা দিতো, তাহলে কিছু ভ্যাকসিন এতদিনে সহজলভ্য হোত, কতটুকু হোত তা বলা মুশকিল তবে, গাভি'র নির্দেশ মতো কাগজপত্র জমা দিলে এতদিনে আমরা ভ্যাকসিন পেয়ে যেতামI

গাভি সংস্থা, উত্তর কোরীয় সরকারের সঙ্গে তাদের আলোচনার ব্যাপারে কোনো মন্তব্য করেনিI গাভি 'র মুখপাত্র জানান, উত্তর কোরীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে ,ভ্যাকসিন সরবরাহের সম্ভবনা বাড়লে, বিস্তারিত তথ্য জানানো হবেI গাভি সংস্থা মার্চ মাসে, উত্তর কোরিয়াকে মে মাসের মধ্যে ১০ লক্ষ ৭০ হাজার ভ্যাকসিন দেবার পরিকল্পনা নিয়েছিলI

( এপি )

XS
SM
MD
LG