অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ, সিডনির বন্যা কবলিত পশ্চিমাঞ্চলীয় শহরতলি থেকে সোমবার, আরো হাজার হাজার জনগণকে উদ্ধারের পরিকল্পনা নিয়েছেনI কর্তৃপক্ষ জানান, ৬০ বছরে সিডনি এমন বন্যা প্রতক্ষ করে নিI গত তিনদিন ধরে বিরামহীন বর্ষণে, নিউ সাউথ ওয়েলসের নদীগুলি স্ফীত হয়ে ওঠে এবং জনগণকে উদ্ধার করার আহাজারি করতে শোনা যায়I
সামাজিক মাধ্যমে ছিন্ন-ভিন্ন বাড়ি, ভেসে আসা মোটরগাড়ি, কৃষি খামারের গবাদি পশু, বন্যা কবলিত সড়ক, ব্রিজ, ঘরবাড়ি ও খামারের ছবি দেখানো হয়I নিউ সাউথ ওয়েলস ও পার্শবর্তী কুইন্সল্যান্ডের বিশাল এলাকা জুড়ে আজও ভারী বর্ষণ এবং ভায়াবহ বন্যার হুঁশিয়ারি দেয়া হয়েছেI