মঙ্গলবার রাতে নিউইয়র্কে হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক গুরুত্বপূর্ণ প্রাইমারী। ফলাফল – ডেমোক্র্যাটিক দলে হিলারী ক্লিন্টন এবং রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়ী হলেন।
এ সম্পর্কে আরও শোনাচ্ছেন শাগুফতা নাসরিন কুইন;
রিপাবলিকান দলের অগ্রগণ্য মনোনয়ন প্রার্থী ট্রাম্পের জন্য তার নিজের রাজ্য নিউইয়র্কে এ ছিল বিরাট সাফল্যের রজনী। তিনি বলেন, ‘নিউইয়র্ক শহর ও নিউইয়র্ক রাজ্যের জন্য আমার বিরাট শ্রদ্ধা রয়েছে। আমি সাধুবাদ জানাই। অন্য আর কোথাও আমার এই বিজয় কাম্য ছিল না। তাই আমরা আপনাদের সবাইকে ভালবাসি। এই সন্ধ্যা উপভোগ করুন। আমরাও তা উদযাপন করি এবং আগামীকাল সকালে আমরা কাজে ফিরে যাবো।’
ট্রাম্প খুব সহজেই তার প্রতিদ্বন্দ্বী জন কেসিক ও টেড ক্রজকে পরাজিত করেন। এই ফলাফলের মধ্যে দিয়ে তিনি ডেলিগেট সমর্থন আরও বৃদ্ধি করেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভ নিশ্চিত করার লক্ষ্যে অনেকখানি এগিয়ে গেলেন।
কেসিক ও ক্রুজ উভয়েই জুলাই মাসে দলীয় কনভেনশন পর্য্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ওদিকে আগামী সপ্তাহে মেরীল্যাণ্ড রাজ্যে প্রাইমারীর আগে কেসিক সেখানে অভিযানে ব্যস্ত। আর ক্রজ এখন পেনসিলভানিয়ায় তার সমর্থকদের সঙ্গে আলোচনা সমাবেশ করছেন।
ডেমোক্র্যাটিক পার্টির অগ্রগণ্য মনোনয়ন প্রার্থী হিলারী ক্লিন্টন তার জোর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যাণ্ডার্সকে বিপুল ভোটে হারিয়ে দিলেন।
হিলারী ক্লিন্টন বলেন, ‘ধন্যবাদ নিউইয়র্ক। ডেমোক্র্যাটিক মনোনয়নের প্রতিযোগিতা এখন প্রায় শেষ পর্যায়ে এবং বিজয় এখন নিশ্চিত।’
নিউইয়র্কে হিলারী ক্লিন্টন স্যান্ডার্সের চাইতে আরও বেশী ডেলিগেট সমর্থন লাভ করলেন এইভাবে তিনি আরও এগিয়ে গেলেন। তবে স্যান্ডার্স তার অভিযান চালিয়ে যাওয়ার শপথ ব্যক্ত করেন এবং নভেম্বব্র মাসে তিনিই হবেন ডেমোক্র্যাটিক পার্টির শক্তিশালী প্রার্থী সে কথাই পুনরব্যক্ত করেন।
তবে মঙ্গলবারের ফলাফল থেকে ধারণা করা হচ্ছে দুই দলের অগ্রগণ্য মনোনয়ন প্রার্থীরাই অর্থাৎ ক্লিন্টন ও ট্রাম্প সাধারণ নির্বাচনে মুখোমুখি হবেন।