অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসিদের বর্বরোচিত হত্যাকান্ডে যুক্তরাষ্ট্র ও বৃটেন ভীত নয়: ওবামা-ক্যামেরণ যৌথ মতামত


ইসলামিক ষ্টেট জঙ্গী কতৃক দুই আমেরিকান সাংবাদিক হত্যার পর যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরণ বলেছেন তাদের দেশ ঐ বর্বরোচিত হত্যাকান্ডে ভীত নয়।

বৃটেনে নেটো সম্মেলনে অংশ নিতে গিয়ে দুই নেতা টাইমস অব লন্ডনে এক যৌথ মতামত কলামে এই বক্তব্য রাখেন।

পূর্ব সিরিয়া ও উত্তর এবং পশ্চিম ইরাকের বহু অংশের দখল নিয়ে নেয়া ইসলামিক ষ্টেট জঙ্গীদেরকে প্রতিরোধে আন্তর্জাতিক মহলের প্রয়াস কামনা করেন মিষ্টার ওবামা।

ইসলামিক ষ্টেট সম্প্রতি আমেরিকান সাংবাদিক জেমস ফলি ও ষ্টিভেন সটলফের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে, যুক্তরাষ্ট্রকে ইরাকে তাদেরকে লক্ষ্য করে বিমান হামলা না করার ব্যপারে হুশিয়ার করে দিয়েছে।

XS
SM
MD
LG